গাজীপুর সিটি কর্পোরেশনের ২০১৯-২০২০ অর্থ বছরের বাজেট ঘোষণা
গাজীপুর সিটি কর্পোরেশনের ২০১৯-২০২০ অর্থ বছরের ৬ হাজার ১শত ৩৮ কোটি ৬৫ লক্ষ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।গাজীপুর সিটি মেয়র এডভোকেট জাহাঙ্গীর আলম সোমবার (২২ জুলাই) দুপুরে বঙ্গতাজ অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষনা করেন।
বাজেটে রাজস্ব আয়, পানি সরবরাহ, সরকারী অনুদান, বৈদেশিক সয়হায়তা প্রকল্প ও ডিপিপি ভিত্তিক প্রকল্প খাতকে বাজেটের আয় ধরা হয়েছে। এছাড়ায় বিভিন্ন অবকাঠামো উন্নয়নসহ নাগরিক সুবিধা নিশ্চিত করার বিভিন্ন উন্নয়ন কাজে ব্যয় করা হবে। বাজেটে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৭ শ ৬ ২কোটি ৮২ লাখ টাকা। বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে ১ হাজার ৩ শ ৭৫কোটি টাকা।
বাজে ঘোষনার সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও জয়যাত্রা টেলিভিশনের প্রধান উপদেষ্টা আলহাজ¦ আ.ক.ম মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ জাহিদ আহসান রাসেল এমপি, সংরক্ষিত মহিলা আসনের এমপি শামসুন্নাহার ভূইয়া, মেট্রো পলিটন পুলিশ কমিশনার মো: আনোয়ার হোসেন পিপিএম বিপিএম (বার),গাজীপুরের জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট মো: ওয়াজ উদ্দিন মিয়া,এডভোকেট আমজাদ হোসেন বাবুল, গাজীপুর সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলর ও স্থানীয় নেতৃবৃন্দ।