বেকার যুবকদের চাকুরীর ব্যবস্থা ও বেকারমুক্ত নরসিংদী গড়তে কর্মসংস্থান নরসিংদীর উদ্যোগ গ্রহনের জন্য জনপ্রশাসন পদক পেলেন নরসিংদীর ডিসি সৈয়দা ফারহানা কাওনাইন। মঙ্গলবার জাতীয় পাবলিক সার্ভিস দিবসে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেলা ৩টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে ব্যক্তিগত ক্যাটাগরিতে “জনপ্রশাসন পদক-২০১৯। এর ১ম পুরস্কার ক্রেষ্ট ও মেডেল তুলেদেন সৈয়দা ফারহানা কাওনাইন এর হাতে।জাতীয় পাবলিক সার্ভিস দিবস প্রতিবছর ২৩ জুলাই সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থা দিবসটি পালন করে। এবার বাংলাদেশে চতুর্থবারের মতো দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় পর্যায়ে ১১ ব্যক্তি, জেলা পর্যায়ে ৩৪ ব্যক্তি এবং উভয়পর্যায়ে একটি করে প্রতিষ্ঠানকে এ বছরের জনপ্রশাসন পদক দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের কার্য্যালয়ের সূত্রে জানা যায়, গত বছরের অক্টোবরে অনুষ্ঠিত চতুর্থ জাতীয় উন্নয়ন মেলায় স্থাপিত ‘জব কর্নার’ এর মাধ্যমে প্রায় এক হাজার ৭শ বেকার যুবক-যুবতী বায়োডাটা জমা নেন জেলা প্রশাসন। নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের নিজস্ব চিন্তাপ্রসূত জব কর্নারের মূল লক্ষ্য ছিল শিল্পাঞ্চলখ্যাত নরসিংদী জেলায় বেকারত্বের হার কমানো। এদের মধ্য থেকে যোগ্যতা অনুযায়ী যাচাই-বাছাই করে ৩২১ জনকে নিয়োগ দেয় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। এদের মধ্যে প্রাণ-আরএফএল গ্রুপ, সোনালী, আবেদ, পাকিজা, স্যামসাংসহ বিভিন্ন সুনামধন্য শিল্প প্রতিষ্ঠান রয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের এই উদ্যোগ বেকার তরুণ-তরুণীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এরই ধারাবাহিকতায় বর্তমানে কর্মসংস্থান নরসিংদী নামে একটি ওয়েবসাইট ও অ্যাপসের তৈরীর কাজ করছে জেলা প্রশাসন। যার মাধ্যমে ঘরে বসেই চাকরির আবেদন করছে পারবে চাকরি প্রার্থীরা। আগামী এক মাসের মধ্যে অ্যাপসটি উন্মোচন হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।এদিকে পদক পাওয়ার বিষয়ে জানতে চাইলে, নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, নরসিংদী জেলাকে বেকার মুক্ত করার প্রয়াস অব্যহত থাকবে। এ কাজের স্বীকৃতি আমাকে আনন্দ ও অনুপ্রেরণা দিয়েছে পাশাপাশি দায়বদ্ধতা বেড়েছে। এই কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়তে নিয়ামক হিসেবে কাজ করবে।
 

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ