কুষ্টিয়ার ভেড়ামারা হয়ে খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের রুট বহাল ও সুন্দরবন এক্সপ্রেস এর রুট পুনর্বহালের দাবিতে শনিবার সকালে ভেড়ামারা রেলওয়ে প্লাটফর্মে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারা নাগরিক কমিটি উক্ত মানববন্ধনের আয়োজন করে। ভেড়ামারা নাগরিক কমিটির আহবায়ক অধ্যাপক আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসলামের সঞ্চালনায় মানববন্ধনে বিজেএম কলেজ—সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, পরিপাটি নগরী—পণ, অবসরপ্রাপ্ত শিক্ষক হিতৈষি সংঘ, ভেড়ামারা এসএসসি ব্যাচ’ ৮৮, এসএসসি ব্যাচ, ৮৫, আমরা ৮৬ব্যাচ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ভেড়ামারা কলেজ শিল্প ও বণিক সমিতি, মারকাযুল উলুম ছকিনা ইসলামিয়া মাদ্রাসা, ভেড়ামারা প্রেসক্লাব—সহ কুষ্টিয়া জেলা নাগরিক কমিটিসহ অর্ধ শতাধিক সংগঠন—প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ও ভেড়ামারা, মিরপুর ও দৌলতপুর উপজেলার বিভিন্ন শ্রেণি—পেশার কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করে। বিদেশীরাও মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি ও কুষ্টিয়া মেডিকেল কলেজের সার্বিক অধ্যক্ষ ডাক্তার মোস্তানজিদ লোটাস, ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু, ভেড়ামার উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম ছানা, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত কুমার সিংহ রায়, ভেড়ামারা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসলামসহ বিভিন্ন জনপ্রতিনিধি বক্তব্য রাখেন। বক্তারা বলেন,  বক্তারা বলেন, সম্প্রতি সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি তুলে নিয়ে রুট পরিবর্তন করায় এ অঞ্চলের যাত্রীরা যাতায়াতে চরম বিড়ম্বনায় পড়েছেন। এছাড়া ট্রেন দুটি তুলে নেওয়ায় ভেড়ামারা রেলষ্টেশন সংলগ্ন ভেড়ামারার বড় বাজারটি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাছাড়া জুন মাসে চিত্রা এক্সপ্রেস ট্রেন তুলে নেওয়া হবে বলে শোনা যাচ্ছে। এতে ভেড়ামারার গুরুত্ব দিন দিন কমে যাচ্ছে। ভেড়ামারা একের পর এক ট্রেন রুট পরিবর্তন হচ্ছে। এর কারনগুলো চিহ্নিত করে ভেড়ামারা নাগরিক কমিটি তুলে নেওয়া খুলনা থেকে ভেড়ামারা হয়ে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি পুর্নবহাল ও চিত্রা এক্সপ্রেস ট্রেনটি বন্ধ না করা হলে পরবর্তীতে আরও কঠিন কর্মসূচী দেওয়া হবে বলে জানান।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ