গাজীপুরে সামাজিক শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং মসজিদ, মন্দির, মাজার, খানকায় সুষ্ঠু পরিবেশ বজায় রাখায় আলেম-ইমামদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসন- গাজীপুর এবং ইসলামিক ফাউন্ডেশন-গাজীপুরের যৌথ আয়োজনে ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন গাজীপুরের উপপরিচালক মো.মনজুরুল আলম মজুমদারের সভাপতিত্বে মতবিনিময় সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  সালমা খাতুন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ের পুলিশ পরিদর্শক মো.মনিরুজ্জামান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মাকসুদুর রহমান। ইসলামিক ফাউন্ডেশন গাজীপুরের ফিল্ড সুপারভাইজার মাওলানা মো. একরামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন গাজীপুরের ফিল্ড অফিসার মোহাম্মদ আল আমীন মিয়া। কুরআন তেলাওয়াত করেন শহরের লক্ষীপুরা বাইতুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা ইসমাইল হোসেন।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বিরাশ্রম বাইতুর রহমান জামে মসজিদের খতিব মাওলানা আবু বকর সিদ্দিক এবং মাওলানা মো.তোফাজ্জল হোসেন। দোয়া- মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা ইউনুস সাইফি ।
আলোচকবৃন্দ ধর্মীয় প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং সামাজিক শান্তি-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ