গাজীপুরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল লিঃ কর্মচারী কর্তৃক টাকা আত্মসাতের দায়ে ৪ জন আত্মসাৎকারী এবং আত্মসাতকৃত ৬২,৭৩,৭২৫ টাকা উদ্ধার করেছে জিএমপির বাসন থানা পুলিশ। মামলার বিবরণে জানা যায় গত ১১ সেপ্টেম্বর সাব্বির আহম্মেদ (৩৮) এজাহার দায়ের করেন যে, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিঃ এর একাউন্টস অফিসার হিসেবে কর্মরত আসামী মোঃ আবু বাশার (২৯) গত ৮ সেপ্টেম্বর সকাল অনুমান ০৯.০০ ঘটিকায় যথা সময়ে অফিসে না আসায় আসামীর ব্যবহৃত মোবাইল নম্বর ০১৮৬৪২৩৭৩৬২/০১৭৫২৩৪৬৬২৬ তে ফোন করিলে মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। আসামীর ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ থাকায় এবং আসামীকে অফিসে না পাওয়ায় বাদীর মনে সন্দেহ সৃষ্টি হওয়ায় বিষয়টি তার উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া ক্যাশ সুপারভাইজার আতিক হাসান (২৯) এর সাহায্যে বাদীর নিকটে থাকা চাবি দ্বারা টাকা রাখার ভল্ট এর তালা খুলিয়া অফিসের রেজিষ্টার পত্রাদি পর্যাবেক্ষন করিয়া দেখতে পান যে, ভল্টে রক্ষিত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিঃ এর এবং নুভিস্তা ফার্মাসিউটিক্যালস্ লিঃ এর ৫৬,৫৫৮/-(ছাপ্পান্ন হাজার পাঁচশত আটান্ন) টাকা সহ সর্ব মোট ৬২,৭৩.৭২৫/- (বাষট্টি লাখ তিয়াত্তর হাজার সাতশত পঁচিশ) টাকা নাই। এ বিষয়ে বাদী এজাহার দায়ের করার পর বাসন থানার মামলা নং-০৬, তারিখ- ১১/০৯/২০২৪ খ্রি, ধারা-৪২০/৪০৮ পেনাল কোড রুজু করেন। মামলা রুজুর পর পুলিশ কমিশনার মহোদয়ের দিক-নির্দেশনায় মামলা তদন্তকারী কর্মকর্তা সহযোগী অফিসার ফোর্সদের সহায়তায় তথ্য প্রযুক্তি ব্যবহার করিয়া তদন্তে প্রাপ্ত আসামী আব্দুর রাজ্জাক (৪০) এবং বিকাশ ব্যবসায়ী মোঃ ইব্রাহিম (২২) দ্বয়কে রংপুর জেলাধীন পীরগঞ্জ থানার বউলবাড়ী এলাকা হইতে গ্রেফতার করেন। আব্দুর রাজ্জাক এর নিকট থেকে আত্মাসাৎকৃত নগদ ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা উদ্ধার করেন। তাহার দেওয়া তথ্যমতে এজাহার নামীয় মোঃ আবু বাশার (২৯) নীলফামারী জেলার সদর থানাধীন সবুজপাড়া এলাকা হইতে গ্রেফতার করা হয়। ধৃত আসামী আব্দুর রাজ্জাক প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিঃ এর নগদ ৬২,১৭,১৬৭/-(বাষট্টি লাখ সতের হাজার একশত সাতষট্টি) টাকা প্রতারনা মূলকভাবে আত্মাসাৎ করিয়াছে এবং আত্মাসাৎকৃত মোট টাকার মধ্যে ১৬,৮০,০০০/- (ষোল লক্ষ আঁশি হাজার) টাকা ব্যাংকে জমা রাখে, সহযোগী আসামী আব্দুর রাজ্জাক (৪০) এর নিকট ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা জমা রাখে এবং অপর সহযোগী আসামী বেক্সিমকোতে কর্মরত ক্যাশ সুপার ভাইজার আতিক হাসান (২৯) এর নিকট ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা জমা রাখে। অবশিষ্ট টাকা বিভিন্ন খাতে খরচ করিয়াছে মর্মে জানায়। আসামী মোঃ আবু বাশার (২৯) এর তথ্যমতে ক্যাশ সুপার ভাইজার আতিক হাসান (২৯) কে বাসন থানা এলাকা হইতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীরা পারস্পারিক যোগসাজসে উক্ত টাকা আত্মাসাৎ কারিয়াছে মর্মে প্রাথমিক তদন্তে প্রতিয়মান হয়। আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হইবে। মামলা তদন্ত কার্যক্রম অব্যাহত আছে।১। মোঃ আবু বাশার (২৯), পিতা-মৃত আবু বাহার, মাতা-মোছাঃ শামিমা আক্তার, সাং-মরারপাড়া, ডাকঘরঃ বাগদুয়ার, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর বর্তমানে সহকারী অফিসার (ক্যাশ) বেক্সিমকো ফার্মাসিটিক্যালস্ লিঃ,ফয়সাল টাওয়ার, ৯২, নাওজোড়, থানা-বাসন, গাজীপুর মহানগর, গাজীপুর।২। মোঃ আব্দুর রাজ্জাক (৪০), পিতা-মোজ্জাম্মেল হোসেন, মাতা-মোসাঃ রাহেনা বেগম, সাং-বউল বাড়ী, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর, বাংলাদেশ।৩। মোঃ আতিক হাসান (২৯), পিতা-খোকা মিয়া, মাতা-হাসনা খাতুন, সাং-টিকারাকান্দি, থানা-জামালপুর সদর, জেলা- জামালপুর।৪। মোঃ ইব্রাহিম মিয়া (২২), পিতা-শাহজাহান, মাতা-রাবেয়া বেগম, সাং-মির্জাপুর, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর।বাসন মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম জানান, আসামীদের আদালতের মাধ্যমে জেলখানায় প্রেরণ করা হয়েছে।

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ