গাজীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় শুদ্ধাচার ও আচরণ উন্নয়ন বিষয়ক কর্মশালা
গাজীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার গতকাল রবিবার অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তর ঢাকার অতিরিক্ত পরিচালক জনাব মোঃ সেলিমুল আজম। কর্মসূচির আলোচ্য বিষয় ছিল নৈতিকতা শুদ্ধাচার ও আচরণের মান উন্নয়নের উপায়, সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979, অভ্যন্তরীণ নিরীক্ষা পদ্ধতি ও অডিট আপত্তি নিষ্পত্তি সহজীকরণের উপায় এবং সামাজিক নিরাপত্তা কর্ম পদ্ধতি ও বিভিন্ন আপত্তি নিষ্পত্তির প্রক্রিয়াসমূহ। উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে গাজীপুর জেলার সকল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, খাদ্য গুদামের সকল ভারপ্রাপ্ত কর্মকর্তা, খাদ্য পরিদর্শকবৃন্দ এবং জেলা খাদ্য বিভাগের অন্যান্য স্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। প্রশিক্ষণশালায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ শফি আফজালুল আলম। অনুষ্ঠানটি সঞ্চালনায় সোহেল আহমেদ, খাদ্য পরিদর্শক, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় গাজীপুর।