গাজীপুরের কাপাসিয়া উপজেলার বেলাশী ফাজিল মাদরাসার চলতি দাখিল পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষমান পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য  ইসলামী ছাত্রশিবির "গার্ডিয়ান লাউঞ্জের" ব্যবস্থা করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। 

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, কাপাসিয়ার কৃতি সন্তান সালাউদ্দিন আইউবীর সৌজন্যে সংগঠনের  রায়েদ ইউনিয়ন শাখা  অভিভাবকদের জন্য  আরামদায়ক 'গার্ডিয়ান লাউঞ্জের' ব্যবস্থা গ্রহণ করে। ঐতিহ্যবাহী বেলাশী ফাজিল মাদরাসা কেন্দ্রের বাইরে  স্থাপিত অভিভাবক  লাউঞ্জের ব্যবস্থাপনায় ছিলেন ছাত্রশিবির কাপাসিয়া উত্তর থানা শাখার  সভাপতি আব্দুল্লাহ আল মারুফ, সেক্রেটারি আবু সাঈদ এবং রায়েদ ইউনিয়নর সভাপতি জাহিদ হাসান সহ স্থানীয় নেতৃবৃন্দ। 

ছাত্র শিবির আগত অভিভাবকদের মাঝে   বিশুদ্ধ খাবার  পানি সরবরাহ করে এবং  হালকা নাস্তা দিয়ে আপ্যায়ন সহ  আরামদায়ক বসার ব্যবস্থা করেন। তাদের এ মহতি আয়োজন সকলের প্রশংসা কুড়িয়েছে।
ছাত্র শিবিরের নেতৃবৃন্দ বলেন,আমরা বিশ্বাস করি পরীক্ষার্থীদের সাথে সাথে তাদের অভিভাবকরাও আমাদের ভালোবাসা ও সম্মানের দাবিদার। অভিভাবকদের একটু সেবা দেয়ার জন্যই ছাত্র শিবিরের এই ক্ষুদ্র আয়োজন। 

এক্সক্লুসিভ রিলেটেড নিউজ

সর্বশেষ